Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

একটি দেশের সুস্থ কর সংস্কৃতি গড়ে তোলার প্রথম ধাপ কর শিক্ষা। সেজন্য কর প্রদান প্রক্রিয়া সম্পর্কে জনমনে স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মূলক সুস্থ কর চর্চার মাধ্যমে সমন্বিত কর সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। ১৯৯১ইং সাল পর্যন্ত নেত্রকোণা জেলাটি নর্থ জোন এর অন্তভুক্ত ছিল। ১৯৯২ সালে নেত্রকোণা জেলাটি কর অঞ্চল-৫, ঢাকা এর অধীনে উপ-কর কমিশনারের কার্যালয় নেত্রকোণা সার্কেল হিসাবে পরিচিত লাভ করে। তৎপর ২০১২ সালে নবগঠিত কর অঞ্চল-ময়মনসিংহ এর অধীনে সাবেক নেত্রকোণা সার্কেলটি বিভক্ত হয়ে ৪টি কর সার্কেল রুপান্তরিত করা হয়। যথা- ১।-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-১৮(বৈতনিক), নেত্রকোণা, ২। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-১৯, নেত্রকোণা, ৩। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২০, নেত্রকোণা ও ৪। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২২, দূর্গাপুর, নেত্রকোণা। বর্তমানে নেত্রকোণা জেলার হাসপাতাল রোড, জয়নগর, নেত্রকোণায় অফিসগুলির অবস্থান।

টেলিফোন- ০৯৫১-৬১২৬৫

মোবাইলঃ ০১৭১১২২১২৪১

ছবি